আবারও ইসরায়েলকে 'সন্ত্রাসী রাষ্ট্র' বললেন এরদোয়ান

ইসরায়েলকে আবারও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার তিনি বলেছেন, পুরো বিশ্বের জানা উচিত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল আসলে কী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ইস্তানবুলে একটি সড়ক উদ্বোধনের সময় এরদোয়ান জানান, ইসরায়েলি দখলের পর থেকে ফিলিস্তিন ভূখণ্ডের কেমন পরিবর্তন হয়েছে তা বিশ্বকে অব্যাহতভাবে দেখিয়ে যাবে তুরস্ক।

ফিলিস্তিন ইস্যুতে বৃহস্পতিবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ভার্চুয়াল বৈঠক সফল বলে দাবি করেন তুর্কি প্রেসিডেন্ট। তুর্কি কূটনীতিক ভলকান বজকিরের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু।

বৈঠকের আলোচ্য বিষয়ে এরদোয়ান বলেন, তারা আলোচনা করেছেন ১৯৪৭ সাল থেকে কীভাবে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন দখল করে যাচ্ছে এবং আজ একটি ছোট ভূখণ্ডে পরিণত করেছে।

তুর্কি প্রেসিডেন্ট দাবি করেছেন, শক্তিশালী তুরস্কের উত্থানের অপেক্ষায় রয়েছেন সারা বিশ্বের নিপীড়িত মানুষ।

মিসরের মধ্যস্থতায় ১১ দিন সংঘর্ষের পর হামাস ও ইসরায়েল শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবার ৬৫ শিশু ও ৩৯ নারীসহ ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।