আমিরাত সফরে যাচ্ছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। আগামী সপ্তাহে তিনি এই সফর করবেন। গত বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনে পর এটিই কোনও ইসরায়েলি মন্ত্রীর প্রথম সফর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গত সপ্তাহে নতুন সরকার গঠনের পর শপথ নেন ইয়ার লাপিদ। সংযুক্ত আরব আমিরাতে তাকে স্বাগত জানাবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান। জুনের ২৯ ও ৩০ তারিখ লাপিদ আমিরাতে অবস্থান করবেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লাপিদ আবু ধাবিতে ইসরায়েলের দূতাবাস ও দুবাইতে কনস্যুলেট জেনারেলের কার্যালয় উদ্বোধন করবেন।  

গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বাহরাইন, সুদান ও মরক্কোসহ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

ইসায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী লাপিদের এটাই প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করার মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটনা।

২৩ মার্চ নেতানিয়াহুর আমিরাত সফরের পরিকল্পনা ছিল। কিন্তু জর্ডানের সঙ্গে বিরোধে জের ধরে তিনি ওই সফর বাতিল করেন।