সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৮, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলায় ৮ ব্যক্তি আহত হয়েছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার প্রতিবেশী ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরা এই হামলা চালায়।

সৌদি আরবের এক কর্মকর্তা এল-এখবারিয়া টেলিভিশন চ্যানেলকে জানান, আগের একটি হামলার পর দ্বিতীয় আরেকটি ড্রোন আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার চেষ্টা করে। কিন্তু এটিকে শনাক্ত করে ভূপাতিত করা হয়।

কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্যে আটজন আহত ও একটি বেসামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানাগেছে।

জোটের পক্ষ থেকে বলা হয়, বিমানবন্দরের চালানো দ্বিতীয় হামলাটির মাধ্যমে যুদ্ধাপরাধ হয়েছে।

এল-এখবারিয়া’র খবরে বলা হয়েছে, জোটের পক্ষ থেকে প্রথম হামলা ঠেকানোর পর বোমার শ্র্যাপনেল বিমানবন্দরের রানওয়ের কাছে আঘাত করে।

এতে আরও বলা হয়েছে, উড়োজাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক সময়ের জন্য ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করা হয়নি। সূত্র: এএফপি