৩ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের

তেল সমৃদ্ধ এলাকা লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছেন সৌদি কর্তৃপক্ষ। পূর্বাঞ্চল ছাড়াও দক্ষিণের নাজরান এবং জাজান প্রদেশ লক্ষ্য করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি করেছে রিয়াদ। তবে শনিবারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি কোনও পক্ষ।

সৌদি আরব তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করলেও এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট বিষয়ে অবগত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র দাম্মাম শহরে প্রতিহত করা হয়। শহরের আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের অবশেষ। এতে দুই শিশু আহত এবং ১৪টি আবাসিক বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

মাত্র তিন দিন আগে সৌদি আরব অভিমুখে আসা বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করার দাবি করে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের তেল স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ২০১৯ সালের সেপ্টেম্বরে আরামকোর দুইটি প্লান্টে হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেক কমে যায়।

তবে শনিবারের হামলায় আরামকো বা অন্য কোনও প্রতিষ্ঠানের কোনও তেল স্থাপনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।