পারমাণবিক কেন্দ্রের ক্যামেরা নিয়ে জাতিসংঘ সংস্থার সঙ্গে ইরানের সমঝোতা

ইরানের পারমাণবিক কেন্দ্রে নজরদারির জন্য বসানো ক্যামেরাগুলো মেরামতের জন্য জাতিসংঘের নজরদারি সংস্থার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান। রবিবার ইরান জানিয়েছে, আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-কে পরিদর্শকদের ক্যামেরাগুলো পরিবর্তনের অনুমতি দেওয়া হবে।

সমঝোতা অনুসারে, ক্যামেরার মেমোরি কার্ড পরিবর্তন করা যাবে কিন্তু এগুলো ইরানের থাকবে।

আইএইএ অভিযোগ জানিয়ে আসছে, ইরান তাদের নজরদারি কাজে বাধা দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান এসব অস্বীকার করে আসছে। তাদের দাবি, পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

এই সমঝোতার আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পারমাণবিক কেন্দ্রের ভিডিও ফুটেজ হস্তান্তর করবে।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি গত সপ্তাহ তেহরান পৌঁছান নজরদারির সরঞ্জাম বসানোর বিষয় নিয়ে আলোচনার জন্য। সফরে তিনি ইরানের নতুন পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উভয়পক্ষ জানিয়েছে, বৈঠক ছিল গঠনমূলক এবং আগামী মাসে ভিয়েনায় সংস্থাটির সাধারণ কনফারেন্সে আলোচনা অব্যাহত থাকবে। সূত্র: বিবিসি