ইদলিবে আরও সেনা এবং সামরিক সরঞ্জাম পাঠালো তুরস্ক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে আরও সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে তুরস্ক। অঞ্চলটিতে দুই তুর্কি সেনা নিহত ও অপর তিন জন আহতের পর সোমবার এ পদক্ষেপ নিয়েছে আঙ্কারা। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল-ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাঁজোয়া যানসহ তুরস্কের একটি সামরিক বহর ইদলিবে প্রবেশ করেছে। তাদের সঙ্গে আরও বেশ কিছু সামরিক সরঞ্জাম রয়েছে।

সম্প্রতি রুশ যুদ্ধবিমান দক্ষিণ ইদলিবের জাবেল আল-জাবিয়া ও আলেপ্পোর দারাত ইজ্জায় বোমা নিক্ষেপ করে।  

রাশিয়া অভিযোগ করে আসছে, তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলছে না। এমন অভিযোগ অস্বীকার করে আসছে আঙ্কারা।

এর আগে শনিবার, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছিলেন, তারা রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে চলছেন। অংশীদারদের কাছ থেকেও এমনটি তারা প্রত্যাশা করেন।