দুর্ঘটনায় ভিড় করলে ২৩ হাজার টাকা জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কোনও দুর্ঘটনা প্রত্যক্ষ করলে ৯৯৯ এ ফোন করে কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে ওই স্থানে ভিড় করা কিংবা ভুল স্থানে পার্কিং করা যাবে না। কারণ এই কাজগুলোর জন্য দুর্ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

দুর্ঘটনা কবলিত স্থানে ভিড় করার বিপদ নিয়ে জনগণকে সতর্ক করেছে আবু ধাবি পুলিশ এবং আবু ধাবি সিভিল ডিফেন্স। একই সঙ্গে এসব সতর্কতা অমান্য করলে এক হাজার দিরহাম জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার টাকারও বেশি।

ভিড় না করার পাশাপাশি কোনও দুর্ঘটনা দেখার পর তার ছবি তোলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে অপরাধ হিসেবে বিবেচনার ঘোষণাও দেওয়া হয়েছে।