ইসরায়েলের জেল থেকে পালানো শেষ দুই ফিলিস্তিনি আটক

ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো শেষ দুই ফিলিস্তিনিকে আটক হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহর অভিযান চালালে আটক হয় দুই ফিলিস্তিনি।

অভিযানের বিষয়ে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র আভিচয় আদ্রাই জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের ঘিরে ফেলা হয়। পরে বাধ্য হয়ে দুইজন আত্মসমর্পণ করেন।

এদের মধ্যে একজন নায়েফ কামামজি অন্যজন মুনাদেল ইয়াকুব ইনফিয়াত। এ নিয়ে পলাতক ৬ ফিলিস্তিনিকে আটক করতে সক্ষম হয়েছে ইসরায়েল।

গত (৬ সেপ্টেম্বর) গিলবোয়া কারাগারে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি। এই ঘটনার পর ইসরায়েল এবং পশ্চিম তীর জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়। পালিয়ে যাওয়া সকলেই পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা। এ ঘটনারয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে তেল আবিব।