সিরীয় জেনারেলকে অপহরণ করে মোসাদ

ইসরায়েলি বিমান বাহিনীর এক কর্মকর্তাকে খুঁজে বের করতে গত মাসে সিরিয়ার এক সেনা জেনারেলকে অপহরণ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। লন্ডনভিত্তিক আরবি সংবাদপত্র রাই আল-ইয়োম জানিয়েছে ওই জেনারেলকে অপহরণ করে ইসরায়েলি বাহিনী তাকে আফ্রিকার একটি দেশে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে সিরীয় জেনারেলের নাম প্রকাশ করেনি সংবাদপত্রটি।

কথিত ওই অপহরণ এবং জিজ্ঞাসাবাদ পরিচালিত হয় ইসরায়েলি কর্মকর্তা রন আরাদের ভাগ্য এবং খোঁজখবর সম্পর্কে আরও তথ্য জানতে। ১৯৮৬ সালের ১৬ অক্টোবর বোমায় ক্ষতিগ্রস্ত এক বিমান থেকে বেরিয়ে যান রন আরাদ। পরে তিনি লেবাননের শিয়া গোষ্ঠী ‘আমাল’ এর হাতে ধরা পড়েন।

বিমানটির পাইলট রক্ষা পান। আর রন আরাদকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি চিঠি এবং দুইটি ছবি আসে। কিন্তু দুই বছর পর তার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় ইসরায়েল। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ধরে নিলেও প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত পার্লামেন্টে জানান তাকে শনাক্ত করতে গত মাসে অভিযান চালানো হয়েছে।

রন আরাদকে খুঁজে পেতে সিরীয় জেনারেলকে অপহরণের ঘটনা প্রথম নয়। এর আগে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহর বেশ কয়েক সদস্যকে আটক করে তথ্য সংগ্রহের চেষ্টা করে ইসরায়েল। আরাদের সন্ধান দিতে তেল আবিব প্রায় এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করে রেখেছে।

২০১৪ সালে ইরান ও ইসরায়েল উভয় পক্ষের নিখোঁজ ব্যক্তিদের তথ্য বিনিময়ে চুক্তি স্বাক্ষর করলে রন আরাদের তথ্য পাওয়া নিয়ে আশা তৈরি হয়। তবে সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়।