ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, তাদের কাছে ১২০ কেজির বেশি ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। শনিবার তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
মোহাম্মদ এসলামি বলেন, আমরা ১২০ কেজি ছাড়িয়ে গেছি। এরচেয়ে বেশি ইউরেনিয়াম রয়েছে আমাদের। আমাদের জনগণ জানেন যে, তেহরানের রিঅ্যাক্টরের জন্য পশ্চিমা শক্তিরা আমাদের২০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি ব্যবহার করতে দেওয়ার কথা। কিন্তু তারা তা করেনি।
আনবিক সংস্থার প্রধান আরও বলেন, আমাদের সহকর্মীরা যদি এটি না করেন তাহলে স্বাভাবিকভাবেই তেহরানের রিঅ্যাক্টরের জন্য জ্বালানি সমস্যা হতে পারে।
সেপ্টেম্বরে আন্তর্জাতিক আনবিক জ্বালানি সংস্থা জানায়, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মাত্রার চেয়ে বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করেছে ইরান। তাদের মতে, ইরানের কাছে ২০ শতাংশ সমৃদ্ধ ৮৪.৩ কেজি ইউরেনিয়াম থাকতে পারে।