বৈরুতে হিজবুল্লাহর বিক্ষোভে হামলা, নিহত বেড়ে ৬

লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডাকা বিক্ষোভ মিছিলে হামলায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি। মিছিলে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা সদস্যরা ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন। খবরে জানিয়েছে সিএনএন ও আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার হিজবুল্লাহর হাজার হাজার সমর্থক ও তাদের অন্য সমথর্কেরা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন। এতে অংশ নেন লেবাননের রাজনৈতিক দল আমাল মুভমেন্টের সদস্যরাও।

হঠাৎ তাদের ওপর হামলার ঘটনা ঘটে। মিছিলের আশপাশের একাধিক ভবন থেকে গুলির শব্দ পাওয়া যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। তাৎক্ষণিক সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। একটি ভবনকে সন্দেহ হলে সেখানে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। কিছুক্ষণের মধ্যে শহরের প্রবেশদ্বারে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

হামলার ঘটনায় ডানপন্থী খ্রিস্টান লেবানিজ ফোর্সেস পার্টিকে দায়ী করছে হিজবুল্লাহ গোষ্ঠী। যদিও এর কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা।

গত বছরের বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক অপসারণের দাবিতে বিক্ষোভে নামেন তারা। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে ‘পক্ষপাতদুষ্ট ও আমেরকান দাস’ হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা।