নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান বাহরাইনের

নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে বাহরাইন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ভূমিকায় সমালোচনার জেরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে লেবাননের। এ অবস্থায় বাহরাইন তার দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘চলমান উত্তেজনার কারণে লেবাননে থাকা বাহরাইনের সকল নাগরকিদের দেশত্যাগের জন্য অনুরোধ জানানো হলো’।

ঝুঁকি এবং নিরাপত্তার স্বার্থে লেবানন ভ্রমণে নাগরিকদের আবারও সতর্ক করা হয়েছে। এর আগে, লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা বাহরাইন। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রীর সমালোচনার জেরেই এ পদক্ষেপ নেয় দেশটি। সৌদি আরবও একই পদক্ষেপ নেয় লেবাননের বিরুদ্ধে। সেই সঙ্গে দেশটি থেকে সব ধরনের পণ্য আমদানিও বন্ধ করে দিয়েছে রিয়াদ।

এই বিরোধের সূচনা হয় এই সপ্তাহের শুরুর দিকে একটি টেলিভিশন সাক্ষাৎকারের পর। ওই সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদানিকে বলতে শোনা যায়, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগ্রাসন চালিয়েছে। এমন মন্তব্যে জোটে থাকা দেশগুলোর সঙ্গে দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সহায়তা করতে কোরদাহিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন লেবাননের তিন সাবেক প্রধানমন্ত্রী।