এরদোয়ানের সফরে ‘সহযোগিতার রোড ম্যাপ’ স্বাক্ষরের আশা ইরান ও তুরস্কের

দীর্ঘমেয়াদি সহযোগিতার রোডম্যাপের খসড়া চূড়ান্ত করতে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে ইরান ও তুরস্ক। সোমবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান জানিয়েছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের তেহরান সফরে এই রোডম্যাপ স্বাক্ষরিত হবে। তবে এই সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তিনি।

তিন মাস আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তেহরান সফর করলেন তুরস্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এছাড়া নভেম্বরের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআবদুল্লাহিয়ান করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো তেহরান সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা করেছেন। বাণিজ্য, জ্বালানি, পরিবেশ ইস্যুতে সম্পর্ক সম্প্রসারণে তেহরান ও আঙ্কারা একমত হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আফগানিস্তান ইস্যুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, দুই দেশই একই মত পোষণ করে। তিনি বলেন, তালেবান শাসিত আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে তুরস্কের উদ্বেগ রয়েছে। এছাড়া কাবুলে একটি অংশগ্রহণমূলক সরকারকেই সমাধান মনে করে আঙ্কারা।

কাভুসোগলু বলেন, ‘আমরা আফগানিস্তানে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু আমাদের আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি আমরা ইরানের সঙ্গেও আন্তর্জাতিক সহযোগিতা উন্নত করতে চাই। আর আজকের বৈঠক সম্পর্ক উন্নয়নে গতি আনবে।’