দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল: সিরিয়া

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। একটি খালি বাড়ি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকা থেকে বুধবার ভোরে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এরমধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সানা জানিয়েছে, মধ্যরাতের কিছু পর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

গত কয়েক বছরে সিরিয়ায় শত শত হামলা চালানো ইসরায়েল তাৎক্ষণিকভাবে ওই খবরের কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এই মাসের শুরুতে সিরিয়ার হোমস ও উপকূলীয় তার্তুস শহরে ইসরায়েলের চালানো বিমান হামলায় দুই সিরীয় সেনা নিহত হয়। এছাড়া গত মাসে হোমস ও পালমিরা শহরে ইসরায়েলের চালানো হামলায় এক সিরীয় সেনা নিহত এবং অপর তিন জন আহত হয়।

সিরিয়ার অভ্যন্তরে হামলা নিয়ে ইসরায়েল খুব কমই আলোচনা বা স্বীকার করে থাকে। তবে ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপের ওপর হামলার কথা প্রকাশ্যে স্বীকার করে তারা।