ইয়েমেনের ‘গোপন ড্রোন গবেষণাগারে’ হামলা চালাচ্ছে সৌদি জোট

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করতে যাচ্ছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার জোটের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের টার্গেট এলাকার আশেপাশে জড়ো হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

টার্গেট এরিয়ার মধ্যে রয়েছে সানার একটি নির্মাণাধীন ভবন। সৌদি জোটের দাবি, হুথি বিদ্রোহীরা এটিকে গোপন ড্রোন গবেষণাগার হিসেবে ব্যবহার করে আসছে।

এর আগে মঙ্গলবার সানার একটি ‘গোপন’ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে বোমা বর্ষণ করে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে ওই হামলায় কোনও হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে লড়াই করছে সৌদি জোট। ওই সময়ে সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উৎখাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা।

গত কয়েক মাস ধরে সৌদি আরবের অভ্যন্তরে হামলা বাড়িয়েছে হুথি বিদ্রোহীরা। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে। শনিবার বিদ্রোহী গ্রুপটি জানায় সৌদি আরবের কয়েকটি শহর লক্ষ্য করে ১৪টি ড্রোন হামলা চালিয়েছে তারা।