ইসরায়েলেও মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট

বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করা দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটি ইসরায়েলেও পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বি.১.১.৫২৯ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীটি আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মালাউয়ি থেকে ইসরায়েলে ফিরেছেন।

ওই রোগীর সঙ্গে আসা অপর দুই ভ্রমণকারী এখনও করোনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এরা সবাই পূর্ণ টিকাপ্রাপ্ত ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টটি বারবার পরিবর্তিত হতে সক্ষম। আর এটির বিরুদ্ধে টিকা কম কার্যকর বলে উদ্বেগ বেশি।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সফলতা দেখিয়েছে ইসরায়েল। দেশটির বেশিরভাগ জনগোষ্ঠী ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছে।