লিবিয়ায় নৌকা ডুবে ১৬০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি

লিবিয়ায় আলাদা নৌকাডুবির ঘটনায় মারা গেছেন অন্তত ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী। গত শুক্রবার ১০২ জন এবং শনিবার ৬২ জন প্রাণ হারান। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সংস্থাটির মুখপাত্র সাফা মেসলি বলেন, শুক্রবার লিবিয়ার দিকে একটি যাত্রীবোঝাই কাঠের নৌকা ডুবে গেলে ১০২ জনের মৃত্যু হয়। ডুবে যাওয়া নৌকা থেকে ৮ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে শনিবার। অবৈধ অভিবাসনপ্রত্যাশী বহন করা একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলে এক পর্যায়ে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে সংশ্লিষ্টরা। ঘটনাস্থল থেকে ৬২ জনের মরদেহ পাওয়া যায়। আইওএম আরও জানায়, ওইদিন লিবিয়ায় আরও একটি অভিবাসনপ্রত্যাশীর নৌকা ডুবে যায়। সেখান থেকে ২১০ জনকে উদ্ধার করা হয়। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।

জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপের প্রতিদিনই ইউরোপে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসনপ্রত্যাশীরা। সম্প্রতি এই ঘটনা যেন আরও বেড়েছে। অবৈধভাবে উত্তাল সাগর পাড়িয়ে দিতে গিয়ে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে।