ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক আগামী সোমবার

ইরানের সাথে ছয় বিশ্বশক্তির সম্পাদিত বহুল আলোচিত পরমাণু চুক্তি ২০১৫ পুনরুজ্জীবিত করতে যে আলোচনা চলছে, তা আগামী সোমবার (২৭ ডিসেম্বর) আবারও শুরু হচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বৈঠক হবে বলে ঘোষণা দিয়েছে ইইউ’র কূটনৈতিক বিভাগ।

ইইউ’র কূটনৈতিক বিভাগের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও রাজনৈতিক পরিচালক এনরিক মোরার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ইরান, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানির প্রতিনিধিরা। বিবৃতিতে  বলা হয়েছে, সব পক্ষের অংশগ্রহণে চুক্তি বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রকে ফেরানো নিয়ে আলোচনা হবে।

ইরানের পরমাণু চুক্তির আলোচনা দীর্ঘদিন বন্ধ থাকার সম্প্রতি আবারও শুরু হয়েছে। শেষ আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এক বৈঠকের পর সাংবাদিকদের এনরিক মোরা বলেন, চুক্তির বিষয়ে ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ছয় জাতির অংশগ্রহণে ইরানের পরমাণু চুক্তি সম্পাদিত হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় এসে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন। এর পর ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে বাইডেন ক্ষমতায় আসার পর আবারও চুক্তিতে ফেরার আলোচনা চলছে। এদিকে ইরানও তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকে।