মাস্ক না পরলে ২৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কঠোর হচ্ছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দফায় দফায় সতর্ক করার পরও প্রতিরোধমূলক প্রটোকল লঙ্ঘনকারীদের বড় অংকের জরিমানা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মেডিকেল বা কাপড়ের মাস্ক কিংবা নাক ও মুখ ঢেকে রাখে এমন কিছু না পরা করোনার বিরুদ্ধে সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থার লঙ্ঘন।

মাস্ক না পরার শাস্তি একজন ব্যক্তিকে এক হাজার সৌদি ডলার জরিমানা করা হবে। এর পুনরাবৃত্তি ঘটলে দ্বিগুণ জরিমানা করা হবে। বারবার একই ঘটনা ঘটলে জরিমানার অংক সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৮৩ হাজার ৭৮৯ টাকা। সূত্র: সৌদি গেজেট।