সৌদি আরবকে ‘সন্ত্রাসবাদে’ অভিযুক্ত করলেন হিজবুল্লাহ প্রধান

সৌদি আরব জঙ্গিগোষ্ঠী আইএস এর মতাদর্শ রফতানি করছে বলে অভিযোগ তুলেছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ। তিনি আরও অভিযোগ করেন, দেশটি ইরাকে আত্মঘাতী হামলা চালাতে বিস্ফোরক ভর্তি গাড়ি পরিবহন করছে।

সোমবার এক টেলিভিশন ভাষণে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে উদ্দেশ্য করে হাসান নাসরাল্লাহ বলেন, ‘মহামান্য, সন্ত্রাসী তারাই যারা দুনিয়ায় দায়েশ (আইএস এর আরবি নাম) এর মতাদর্শ রফতানি করে। সন্ত্রাসী তারাই যারা ইরাক ও সিরিয়ায় আত্মঘাতী অভিযান চালাতে হাজার হাজার সৌদি নাগরিক পাঠায়, আর এটা আপনি।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এবং ইয়েমেনে সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়ায় সৌদি আরবের সমালোচনা করেন হাসান নাসরাল্লাহ। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর নেতা বলেন, ‘আমরা সৌদি আরবে আক্রমণ করিনি। তারা আরও বড় ষড়যন্ত্রে যুক্ত যাতে এই অঞ্চল ধ্বংস হয়ে যাবে।’

সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের সঙ্গে কূটনৈতিক বিরোধ নিরসনে হিমশিম খাচ্ছে লেবানন। ইয়েমেনসহ ওই অঞ্চলের সংঘাতগুলোতে হিজবুল্লাহর ভূমিকার সমালোচনা করে থাকে এই দেশগুলো।

গত অক্টোবরে উপসাগরীয় দেশগুলো লেবানন থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। আর লেবাননে সব ধরণের রফতানি নিষিদ্ধ করে সৌদি আরব। লেবাননের তৎকালীন তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি ইয়েমেনে সৌদি জোটের ভূমিকার সমালোচনা করছেন- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এসব পদক্ষেপ নেওয়া হয়।

গত সপ্তাহে সৌদি বাদশাহ সালমান এক ভাষণে লেবানন রাষ্ট্রে ‘সন্ত্রাসী হিজবুল্লাহর’ আধিপত্য থামানোর তাগিদ দেন।

সূত্র: আল জাজিরা