ইয়েমেনে বিমান হামলা সৌদি জোটের

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। দেশটির রাজধানী সানায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করে এই হামলা চালানো হয়। বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত সোমবার লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরাতের ‘সামরিক সরঞ্জামবাহী’ জাহাজ জব্দ করে হুথি বিদ্রোহীরা। মূলত এর প্রতিক্রিয়ায় এই পাল্টা আক্রমণ চালিয়েছে সৌদি জোট। এছাড়া এর মাধ্যমে এ সপ্তাহের গোড়ার দিকে হুথির ড্রোন হামলারও জবাব দেওয়া হয়েছে। সৌদি জোটের দাবি, হামলায় তারা হুথির ড্রোন ওয়্যারহাউস গুঁড়িয়ে দিয়েছে।

গত সোমবার হুথির পাঁচটি ড্রোন হামলা নিবৃত্ত করে ওই ড্রোনগুলো ধ্বংসের দাবি করে সৌদি বিমান বাহিনী। একই দিন লোহিত সাগরে রিয়াদের মিত্র সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে হুথি যোদ্ধারা। জব্দকৃত জাহাজটির মাধ্যমে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল বলে জানিয়েছে তারা। হুথি-র সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, জাহাজটি হোদেইদাহ উপকূল থেকে বিনা অনুমতিতে ইয়েমেনের পানিসীমায় প্রবেশ করে বিদ্বেষমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল।

সৌদি সামরিক জোটের এক বিবৃতিতে এই জাহাজ জব্দের ঘটনায় হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সশস্ত্র জলদস্যুতার অভিযোগ আনা হয়। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হুথি মিলিশিয়াদের অবিলম্বে জাহাজটি ছেড়ে দিতে হবে। অন্যথায় জোট বাহিনী শক্তি প্রয়োগসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। এ নিয়ে উত্তেজনার মধ্যেই সোমবার সানায় বিমান হামলার কথা জানালো রিয়াদ।