সৌদি আরবে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড

সৌদি আরবে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও পাঁচ হাজারেরও বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল এই দেশটির জনসংখ্যা প্রায় তিন কোটি ৫০ লাখ। এ বছরের গোড়ার দিকে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশটিতে কোভিড আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যেতে শুরু করে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে পাঁচ হাজার ৩৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও দুই জনের।

এর আগে দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২০ সালের জুনে। সে সময় কোভিড শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল চার হাজার ৯১৯।