নিজেদের সেনার গুলিতে নিহত ইসরায়েলের ২ কর্মকর্তা

নিজেদের সেনা সদস্যদের গুলিতে পশ্চিম তীরে ইসরায়েলের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি সামরিক ঘাঁটির কাছে অন্ধকারে ফিলিস্তিনি বন্দুকধারী সন্দেহে গুলি চালানো হলে ওই কর্মকর্তারা নিহত হন।

ইসরায়েলি সেনা মুখপাত্র জানিয়েছেন, নিহত দুই কর্মকর্তাই একটি কমান্ডো ইউনিটের মেজর ছিলেন। তিনি বলেন, বুধবার রাতে মহড়ার সময়ে জর্ডান উপত্যকায় সন্দেহভাজনদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হলে তারা নিহত হয়।

ওই মুখপাত্র সরকারি একটি রেডিও স্টেশনকে বলেন, ‘ইউনিটের এক সেনা সদস্য ফিলিস্তিনি হামলা ভেবে নেয় আর এর জেরে গুলি চালায়, এতে দুই কর্মকর্তা নিহত হয়।’

১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। ওই এলাকাসহ গাজা উপত্যকা নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে নিজেদের রাষ্ট্র গঠন করতে চায় ফিলিস্তিন।