ইরানি নারী গুপ্তচরদের চক্র ভেঙে দেওয়ার দাবি ইসরায়েলের

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট চিরশত্রু ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচজন ইসরায়েলিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে চার ইহুদি নারী রয়েছেন, যারা ইরানি বংশোদ্ভুত। তাদের দলে ভিড়িয়েছেন ইরানে বসবাসকারী এক ইহুদি ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এই নারীদের বিরুদ্ধে ইসরায়েলের স্পর্শকাতর স্থান, নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি চালানো এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের বিনিময়ে কয়েক হাজার ডলার পেয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।

গ্রেফতারকৃত নারীদের আইনজীবীরা বলছেন, তার মক্কেলরা জানতেন না যে তাদের পরিচালনাকারী ব্যক্তি ইরানের গুপ্তচর। ইসরায়েলের নিরাপত্তার কোনও ক্ষতি করার ইচ্ছা তাদের ছিল না।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলছে, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যার মধ্য দিয়ে ইসরায়েলের ভেতরে ইরানের গুপ্তচর চক্র গড়ে তোলার পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃত নারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হবে।

রাম্বদ নামদার নামের ইরানি গুপ্তচর ফেসবুকে এই নারীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কয়েক বছর ধরে তাদের যোগাযোগ ছিল।