সৌদিতে হামলার পর তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা হুথিদের

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের জেদ্দার তেলের ডিপোসহ রিয়াদের একাধিক জায়গায় রকেট ও ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলার পরই এমন ঘোষণা দিলো ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

২৫ মার্চ হুথিদের হামলায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায়। বিশাল এলাকাজুড়ে আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া উড়ে। এ ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি। হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।

এ ঘটনার পর শনিবার ইয়েমেনের সানা এবং হুদেয়দাহ শহরে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথিরা এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্টেশন এবং রাজধানীর রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত একটি বীমা কার্যালয়ে হামলা চালিয়েছে সৌদি সামরিক জোট। এতে সাতজন নিহত হয়েছেন। হামলায় হুথির কোনও সদস্য নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনার ফলে হুথি রাজনৈতিক নেতা মাহদি আল-মাশাত তিনদিনের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলাসহ সব ধরনের সামরিক পদক্ষেপ স্থগিতের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার করে ও বিদেশি সেনা সরিয়ে নেয় এবং স্থানীয় যোদ্ধাদের সমর্থন দেওয়া বন্ধ করে, তাহলে হুথি যোদ্ধারাও স্থায়ীভাবে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত।