পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের সুযোগ পাবেন নারীরা

পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন নারীরা। ১৮ থেকে ৬৫ বছর বয়সের নারীদের এ সুযোগ দেবে সৌদি কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে আগ্রহী নারীদের একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালনের জন্য যেতে হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ হজের উদ্দেশে যাত্রার জন্য আবেদনকারী নারীদের করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নেওয়া থাকতে হবে।

আবেদনকারীদের অন্য কোনও ধরনের অসুস্থতাও থাকা যাবে না বলে জানিয়েছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত পাঁচ বছরে হজ করেননি, সৌদি আরবে এমন বাসিন্দা ও নাগরিকরা এ বছর হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌদি আরবে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছেন ‘এমবিএস’ নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। অনুমতি মেলে পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার। এবার পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের সুযোগ পেলেন নারীরা।