১৬৩ হুথি বন্দিকে মুক্তি দেবে সৌদি আরব

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গ্রুপের ১৬৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, মানবিক উদ্যোগের অংশ হিসেবে এসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বন্দিদের মুক্তি দিতে ইতোমধ্যেই আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে সমন্বয়ের পদক্ষেপ নেওয়া শুরু করেছে সৌদি জোট।

জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, জাতিসংঘের উদ্যোগে গত ২ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই মাসের যুদ্ধবিরতির পদক্ষেপ সংহত করতেই বন্দি মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া তিনি জানান, ইয়েমেনি পক্ষের সঙ্গে আলোচনার পরিবেশ প্রস্তুত এবং বন্দি ও আটককৃতদের ফাইল বন্ধ করে দেওয়ারও প্রস্তুতি চলছে।

জাতিসংঘের মধ্যস্ততায় সম্ভাব্য বন্দি বিনিময় নিয়েও আলোচনা করেছে ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো। গত মাসে এক হুথি কর্মকর্তা জানান, এই বন্দি বিনিময়ে এক হাজার চারশ’ হুথি বন্দির মুক্তির বিনিময়ে ৮২৩ জন জোট বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে। এদের মধ্যে ১৬ জন সৌদি ও তিন জন সুদানের নাগরিকও রয়েছেন।

সূত্র: রয়টার্স