ইরাকের তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে শক্তিশালী হামলার ঘটনা ঘটেছে। ইরাকের নিরাপত্তা বাহিনী বিবৃতিতে জানিয়েছে, রবিবার ক্ষেপণাস্ত্র হামলায় প্রধান ট্যাংকে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি বাইরে গিয়ে পড়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ দাবি করে, ছয়টি ক্ষেপণাস্ত্র ইরবিলের (কেএআর) তেল শোধনাগারে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলো নিনেভেহ প্রদেশে থেকে ছোড়া হয়।

নিরাপত্তা বাহিনী বলছে, তারা নিনেভেহতে একটি লঞ্চ প্যাড এবং চারটি ক্ষেপণাস্ত্র পায়। সেগুলো পরে নিষ্ক্রিয় করা হয়।

ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফার আল-খাদিমির সঙ্গে ফোনালাপ হয়েছে কুর্দি নেতা মাসুদ বারজানির। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট বার্তায় জানিয়েছে, এ ধরনের কাপুরুষোচিত হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাবে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৬ এপ্রিল একই তেল শোধনাগারের কাছে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।

সূত্র: রয়টার্স