তুরস্ক সফর করবেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ এই সপ্তাহে তুরস্ক সফর করবেন। রবিবার এই তথ্য জানিয়েছে তার কার্যালয়। গত কয়েক মাসে দুই দেশের সম্পর্কে উষ্ণতা ফেরার পর এই সফরের ঘোষণা এসেছে। এছাড়া সম্প্রতি ইসরায়েল উদ্বেগ প্রকাশ করে বলেছে তাদের দেশের নাগরিকেরা ন্যাটো সদস্য দেশ তুরস্কে ইরানি এজেন্টদের আক্রমণের শিকার হতে পারে।

ইসরায়েলি পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ইয়াইর লাপিদ আগামী বৃহস্পতিবারের এই সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগুলোর সঙ্গে বৈঠক করবেন। গত মাসে ইসরায়েল সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ উৎসাহিত করতে এই সফর অনুষ্ঠিত হয়।

ইসরায়েল নিজেদের নাগরিকদের তুরস্ক ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে। ইরানের সন্দেহভাজন গুপ্তহত্যা কিংবা অপহরণ ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এই সতর্কতা জানানো হয়। গত ২২ মে বিপ্লবী গার্ডের এক কর্নেলকে তেহরানে হত্যার জন্য ইসরায়েলি এজেন্টদের দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ ওই সতর্কতা জারি করে।

ইসরায়েলি ভ্রমণ সতর্কতা নিয়ে কোনও মন্তব্য করেনি ইরান। তবে গত ১৩ জুনের একটিবিবৃতিতে অন্য কোনও দেশের নাম না করে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতার ইঙ্গিত দেয়। এতে বলা হয় তুরস্ক একটি নিরাপদ দেশ যেখানে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার ব্যবস্থা রয়েছে’।

সূত্র: রয়টার্স