ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্প, মৃত ৫

ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় কম্পনটি আঘাত হানে। এতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৪৯ জন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর হরমোজগান প্রদেশে ইরানের উপসাগরীয় উপকূলের কাছে রাত থেকে সকাল পর্যন্ত প্রায় ২৪টি কম্পন অনুভূত হয়েছে।

বন্দর লেঙ্গেহ এলাকার গভর্নর ফোয়াদ মোরাদজাদেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, নিহতদের সবাই প্রথম ভূমিকম্পে মারা গেছে। পরবর্তী দুইটি তীব্র ভূমিকম্পে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। কেননা লোকজন তখন তাদের বাড়ির বাইরে ছিল।

জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মোজতবা খালেদী রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আহত ৪৯ জনের মধ্যে অর্ধেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এরইমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযানও শেষ হয়েছে।

কিশ দ্বীপ ক্রাইসিস টাস্ক ফোর্সের সাইদ পুরজাদেহ জানিয়েছেন, ভূমিকম্পের কারণে উপসাগরীয় শিপিং এবং ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গত মাসে পশ্চিম হরমোজগানে ১৫০টি কম্পন আঘাত হেনেছে।

উল্লেখ্য, প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইনগুলো ইরানকে অতিক্রম করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছে। ২০০৩ সালে কেরমান প্রদেশে ৬.৬ মাত্রার এক ভূমিকম্পে ৩১ হাজার মানুষের মৃত্যু হয়।