ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার ইরানের

ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এমন অঙ্গীকার করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

শনিবার সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠকে মিলিত হন তিনি। এসব বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেকদাদের সঙ্গে আমির আব্দুল্লাহিয়ানের বৈঠকে মূলত ইসরায়েল ইস্যু প্রাধান্য পায়। দুই দেশই ইসরায়েলকে সাধারণ শত্রু হিসেবে বিবেচনা করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমির আব্দুল্লাহিয়ান এবং মেকদাদ তেহরান ও দামেস্কের পক্ষ থেকে ‘ইসরায়েলের হুমকি ও আগ্রাসনের জবাব’ দেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের সম্মুখভাগে রয়েছে। আর দামেস্কের প্রতি তার দেশের ‘অটল সমর্থন’ রয়েছে।

আমির আব্দুল্লাহিয়ানের দামেস্ক সফরের কয়েক ঘণ্টার মাথায় আসাদ সরকার দাবি করেছে, বন্দরনগরী টারতুসের দক্ষিণে আল-হামিদিয়া শহর লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

ইসরায়েল সাম্প্রতিক মাসগুলিতে সিরিয়ার উপর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। যার মধ্যে গত মাসে এক হামলায় দামেস্ক বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।