সৌদি হজ কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

এই বছরের হজ পরিচালনাকারী একটি কোম্পানির প্রধান নির্বাহী এবং এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের পর্যাপ্ত সুবিধা প্রদানে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পরিষদের সঙ্গে সমন্বয় এবং মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের দলের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হবে বলেও জানানো হয়েছে।

ইসলামের অন্যতম মূল ভিত্তি হজ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বছরের হজে সারা বিশ্বের প্রায় দশ লাখ মুসলিম অংশ নিচ্ছেন।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ মৌসুমে হাজিদের সেবা দেওয়া সব সংস্থা ও কোম্পানির কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাজিদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ নিশ্চিত করতে কোনও ব্যত্যয় দেখলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা। হাজিদের সেবায় কোনও ঘাটতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ