ইরাকে ভিন্নমতালম্বীদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, একটি জঙ্গি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, আরও হামলা চালানো হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইরাকি কুর্দিস্থানের এরবিল ও সুলাইমানিয়াতে চালানো এই হামলায় ৯ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে বলে ইরাকের স্বাস্থ্যমন্ত্রী সামান বারাজাঞ্চি এক বিবৃতিতে উল্লেখ করেছেন।

ইরানে পুলিশের হেফাজতে মাহশা আমিনি নামের কুর্দি নারীর মৃত্যুতে বিক্ষোভে ইরানি সশস্ত্র কুর্দি ভিন্নমতালম্বীদের জড়িত থাকার অভিযোগ তোলার পর এই হামলার দাবি করলো বিপ্লবী গার্ড বাহিনী।

ইরাকি কুর্দি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বুধবার সকালে ইরাকি কুর্দিস্তানে সুলাইমানিয়ার কাছে অন্তত ১০টি ইরানি কুর্দিদের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি।

ইরানি কুর্দি বিরোধী দল কমালা’র এক সিনিয়র সদস্য রয়টার্সকে বলেছেন, তাদের বেশ কয়েকটি কার্যালয়ে হামলা চালানো হয়েছে।

ইরাকি কুর্দি শহর কোয়ের মেয়র তারিক হায়দারি বলেছেন, এক অন্তঃসত্ত্বা নারীসহ দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় এরবিলের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইরানের অভিজাত সামরিক ও গোয়েন্দা বাহিনী বিপ্লবী গার্ড বলেছে, এলাকাটিতে ‘সন্ত্রাসবাদ’ চলমান থাকলে হামলা অব্যাহত থাকবে।

ইরানি হামলার নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।