অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ

অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের দুটি স্থাপনায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল। রবিবার সকালে অভিযান পরিচালনা করে ইসরায়েলি সেনারা।এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই টু্‌ইট বার্তায় লিখেন, আমাদের যুদ্ধবিমান একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে। যেখানে রকেট তৈরি করে হামাস।

গাজার দক্ষিণাঞ্চলে একটি টানেলকেও লক্ষ্যবস্তু করেছে বলে জানান তিনি। তবে বোমা হামলায় গাজার একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে রকেট ছোড়ার জবাবে এই হামলা চালানো হয়। ইসরায়েলের বোমা হামলার জবাবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালে ইসরায়েলের সঙ্গে ১১ দিনের যুদ্ধ হয় হামাসের। এতে আড়াই শতাধিক বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। ফলে উপত্যকায় মানবিক পরিস্থিতির ভয়াবহ দেখা দেয়। মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয়পক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি