ইরানে বিক্ষোভের ঘটনায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

ছুরি নিয়ে এক নিরাপত্তারক্ষীকে হামলার দায়ে দোষী সাব্যস্ত এক বিক্ষোভকারীর মৃতুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশজুড়ে চলা আন্দোলনের ঘটনায় ওই কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বড় একটি ছুরি নিয়ে একজন নিরাপত্তারক্ষীকে আহত এবং তেহরানের একটি সড়ক বন্ধ করায় দোষী সাব্যস্ত হন তিনি।

তাসনিমের প্রতিবেদনে জানা গেছে, আসামির আপিল খারিজও করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার নাম মোহসেন শেকারি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তেহরান।

এর আগে গত মঙ্গলবার ৫ আন্দোলনকারীকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে তাদের।

ইরানের কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেফতার করা হয় মাহশা আমিনিকে। গ্রেফতারের পর ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পোড়ান, যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করছে।

আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৪০০ মানুষ নিহত হন।

ইরানে আন্দোলনে দমন-পীড়ন বন্ধে দেশটির দেশটির সরকারকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো। কিন্তু পশ্চিমা দেশগুলোর আহ্বান উপেক্ষা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে কঠোর অবস্থানে তেহরান।  

সূত্র: আল জাজিরা