হিজাব ছাড়াই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ইরানি দাবাড়ু

কাজাখস্তানে আন্তর্জাতিক একটি দাবা প্রতিযোগিতায় হিজাব না পরে অংশ নিচ্ছেন ইরানি দাবাড়ু সারা খাদেম। ইরানের পোশাকবিধি অনুসারে, নারীদের বাধ্যতামূলক হিজাব দিয়ে মাথা ঢেকে রাখতে হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রতিযোগিতার দ্বিতীয় দিনও সারা হিজাব না পরে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

কাজাখস্তানের আলমাতিতে এফআইডিই ওয়ার্ল্ড র‍্যাপিড অ্যান্ড ব্লিটজ চেজ চ্যাম্পিয়নশিপ নামের এই প্রতিযোগিতা মাথার চুল না ঢেকে অংশ নেন সারা খাদেম।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইরানজুড়ে বিক্ষোভ চলমান রয়েছে। ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনি দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যু হয়। নারীদের পোশাকবিধি লঙ্ঘন করায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এই মৃত্যুর পর থেকে দেশটির কট্টরপন্থী ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক নারী হিজাব খুলে, পুড়িয়ে বিক্ষোভ করছেন। অনেকে প্রকাশ্যে হিজাব ছাড়া বের হচ্ছেন। অনেক নারী ক্রীড়াবিদ দেশের বাইরের বিভিন্ন প্রতিযোগিতায় হিজাব দিয়ে মাথা ঢাকছেন না।

দাবাড়ু সারা খাদেমের পুরো নাম সারাসাদাত খাদেমালশরিয়েহ। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করা এই দাবাড়ুর বিশ্ব র‍্যাংকিং ৮০৪।

অক্টোবরে ইরানের পবর্তারোহী এলনাজ রেকাবি দক্ষিণ কোরিয়ায় হিজাব না পরে একটি প্রতিযোগিতায় অংশ নেন। যদিও পরে তিনি বলেছেন, দুর্ঘটনাবশত তার হিজাব পড়ে গেছে। তবে তিনি চাপের মুখে এই মন্তব্য করেছেন কিনা তা স্পষ্ট নয়।

নভেম্বরে ইরানি তীরন্দাজ পারমিদা ঘাসেমি সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে তেহরানে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান হিজাব খুলে ফেলেছিলেন। পরে অবশ্য বলেছেন, হিজাব খুলে যাওয়ার বিষয়টি তিনি খেয়াল করেননি।

ইরানের উপ-ক্রীড়ামন্ত্রী মরিয়ম খাজেমিপৌর নভেম্বরে বলেছিলেন, ইসলামি রীতিবিরোধী কর্মকাণ্ড যেসব ক্রীড়াবিদ করবেন তাদেরকে পরে অনুশোচনায় পড়তে হবে।