এবার তুরস্কের মধ্যাঞ্চলে নতুন ভূমিকম্প

তুরস্কের মধ্যাঞ্চলে মঙ্গলবার আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফ্রান্সভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগর ভূমিকম্প কেন্দ্র এই কম্পনের মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে। তারা বলছে, গোলবাসির কাছে এই ভূমিকম্পের গভীরতা ছিল ২ কিলোমিটার।

উভয় সংস্থাই বলেছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সময় ৩টা ১৩ মিনিটে কম্পন হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

সোমবার সকালে প্রাণঘাতী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর সিরিজ আফটার শকে বারবার কেঁপে উঠেছে তুরস্ক। ইউএসজিএস জানিয়েছে, অন্তত ১০০টি আফটার শক হয়েছে।

ভূমিকম্পের মূল কেন্দ্র থেকে যতদূরে সরে গেছে আফটার শকের সংখ্যা ও মাত্রা হ্রাস পেয়েছে। তবে এখনও ৫ বা ৬ মাত্রার বেশি আফটার শক দেখা দিতে পারে। যার ফলে মূল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামোগুলোর আরও ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের জন্য নতুন হুমকি দেখা দিতে পারে।

আফটার শকগুলো ফল্ট লাইন থেকে ৩০০ কিলোমিটারের বেশি দূরে বিস্তৃত ছিল।