ভিডিওতে সহযোগিতা চাইলেন ধ্বংসস্তূপে চাপা পড়া তুর্কি ইউটিউবার

সোমবারের ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মতো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তুরস্কের এক ইউটিউবার। ধ্বংসাবশেষের নিচে থাকা অবস্থাতেই তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি নিজের বাড়ির ধ্বংসস্তূপে আটকেপড়া মাকে বের করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

আসল নাম ফিরাত ইয়ায়লা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার চ্যানেলের নাম চার্মকুয়েল। অনলাইনে তিনি একটি ফুটেজ প্রকাশ করেছেন। এতে তার মায়ের আটকেপড়া এবং তাকে উদ্ধারের জন্য সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

অন্ধকারের মধ্যে ভিডিও ক্লিপটি ধারণ করা হয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার সময় তিনি ফুঁপিয়ে কাদছিলেন।

ইয়ায়লা একজন গেমিং ইউটিউবার। সাধারণত তিনি কম্পিউটার গেম নিয়ে ভিডিও ইউটিউবে প্রকাশ করেন। এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি।

সূত্র: নিউজউইক