ভয়েস নোট পাঠিয়ে উদ্ধারের আকুতি

সিরিয়া ও তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে নিচে আটকা পড়েছেন অগণিত মানুষ। উদ্ধারের আশায় যেভাবে যাকে পারছেন নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা।

এমন পরিস্থিতি তুলে ধরে তুরস্কের সাংবাদিক ইব্রাহিম হাসকোলগ্লু বলেছেন, ধসে পড়া ভবনের নিচে এখনও অনেক মানুষ আটকে আছে। তাদের সাহায্য প্রয়োজন।

ইস্তাম্বুল থেকে মালাটিয়াতে নিজ এলাকায় উদ্ধারকাজে সাহায্যের জন্য যাওয়ার কথা ভাবছেন তিনি। ভূমিকম্পে এলাকাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইব্রাহিমসহ অন্যান্য সাংবাদিকদের কাছে ভিডিও, ভয়েস নোট এবং অবস্থান জানিয়ে উদ্ধারের অনুরোধ করছেন ধ্বংসস্তূপে আটকেপড়া বিপর্যস্ত মানুষেরা।  

তিনি বলেন, ‘তারা সাহায্য চাইছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। এখন যথাসম্ভব আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন তুরস্কের।’