তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২০ হাজার ছুঁই ছুঁই

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২৩ জনে। বৃহস্পতিবার উভয় দেশের কর্মকর্তারা ভূমিকম্পে হতাহতের হালনাগাদ সংখ্যা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৫৪৬ জন।

তিনি আরও বলেছেন, তুরস্কে ৬৪ হাজার ১৯৪ জন আহত হয়েছেন।

সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জন। বৃহস্পতিবার সিরীয় কর্মকর্তারা বলেছিলেন, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৭ জন। আর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা গ্রুপ হোয়াইট হেলমেটস বলেছিল, নিহতের সংখ্যা ১ হাজার ৯৩০ জন।

সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে আহতের সংখ্যা ৫ হাজার ১৫৮।

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন দিনগুলোতে উভয় দেশে মৃত ও আহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ ভূমিকম্পের ৭৮ ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।