তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

কমছে জীবিত উদ্ধারের আশা, মৃত্যু ছাড়ালো ২২৭০০

তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পের পঞ্চম দিনেও ধ্বংসস্তূপের নিচ জীবিত মানুষদের উদ্ধার করা হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে আটকেপড়াদের জীবিত উদ্ধারের আশা তত কমছে। শুক্রবার উভয় দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৭৭২। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৩৮৮ জন। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭ হাজার ৭১১ জন।

সিরিয়া সরকার ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৩৮৪ জন। এর মধ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা ২ হাজার ৩৭ জন বলে উল্লেখ করেছে অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস। তারা জানিয়েছে, আহতের সংখ্যা ৫ হাজার ২৪৫ জন।

সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৪৭ এবং আহত বেড়ে হয়েছে ২ হাজার ৯৫০।

মার্কিন উদ্ধারকারী একটি দল মনে করছে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের আশা রয়েছে।

এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০ প্রদেশে মাঠে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন ১ লাখ ৪১ হাজারের বেশি উদ্ধারকর্মী। এদের মধ্যে বিদেশি টিমও রয়েছে।