তুরস্কে ভূমিকম্প

২০৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার

প্রাণঘাতী ভূমিকম্পের ২০৪ ঘণ্টা (আট দিন) পর তুরস্কে ধ্বংসস্তূপ থেকে অন্তত সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের আধুনিক ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ধসে পড়া ভবনের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সিএনএন তুর্ক জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে ১৮ বছর বয়সী মোহাম্মদ জাফেরকে উদ্ধার করা হয়েছে। আদিমান প্রদেশে জাফেরকে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় স্ট্রেচারে নিয়ে যেতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় তাকে আঙুল নাড়তে দেখা গেছে।

এর কিছুক্ষণ আগে কাহরামানমারাস প্রদেশে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে দুই ভাইকে উদ্ধার করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে দুই ভাইকে ১৭ বছর বয়সী মোহাম্মদ ইনেস ইয়েনিনার ও ২১ বছর বয়সী বাকি ইয়েনিনার হিসেবে শনাক্ত করা হয়েছে।

উদ্ধারের পর উভয়কেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শেষ অবস্থা জানা যায়নি।

এছাড়া হাতায় প্রদেশে দুই জন নারী এবং কাহরামানমারাস শহরে মঙ্গলবার আরও তিনজকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম।

৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে।