আমিরাতের সঙ্গে রুপিতে লেনদেন করবে ভারত

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ডলারের পরিবর্তে রুপিতে বাণিজ্য করবে ভারত। লেনদেনে ব্যয় কমাতে এই বিষয়ে আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের তৃতীয় বড় তেল আমদানিকারক দেশ ভারত। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমিরাত সফরকালে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। তাছাড়া দেশের বাইরে অর্থ লেনদেন আরও সহজ করতে রিয়েল টাইম পেমেন্ট লিংক চালু করবে দেশ দুটি।

এই চুক্তি দুটি দেশের অবাধ লেনদেন ও অর্থনৈতিক বাণিজ্য সহজ করবে। শনিবার এমন তথ্য দিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতের রিজার্ভ ব্যাংক।

ভারত বিশ্বের তৃতীয় বড় তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। গত বছর ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, তারা রুপিতে লেনদেন করবে। যদিও এখনও তারা সংযুক্ত আরব আমিরাতের তেলের জন্য ডলার ব্যবহার করছে। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ৮৪.৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় দেশ দুটির।

চুক্তির বিস্তারিত সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারত প্রথমবারের মতো আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানিকে আমিরাতের তেলের জন্য রুপিতে আমদানির মূল্য পরিশোধ করবে।

ভারতের রিজার্ভ ব্যাংক জানায়, ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ও সংযুক্ত আরব আমিরাতের ইন্সট্যান্ট পেমেন্ট প্লাটফর্ম সংযুক্ত করতে দেশ দুটির কেন্দ্রীয় ব্যাংক কাজ করবে।

এশিয়ায় এই ধরনের চুক্তি ক্রমেই বাড়ছে। মূলত ব্যয় কমাতে এ ধরণের চুক্তি করা হচ্ছে।

শনিবার একদিনের সফরে মোদি আমিরাতে পৌঁছান। সেখানে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তিনি বৈঠক করেছেন।