সৌদি সফরে জাপানের প্রধানমন্ত্রী, যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক

সৌদি আরবে রাষ্ট্রীয় সফর এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রবিবার (১৬ জুলাই) বৈঠক করেছেন তিনি। খবর আরব নিউজের।

জেদ্দার আল-সালাম প্রাসাদে কিশিদাকে স্বাগত জানান যুবরাজ সালমান। জাপানের প্রধানমন্ত্রীর জন্য আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌদিতে সফরের জন্য কিশিদাকে ধন্যবাদ জানান তিনি।

অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন সালমান ও কিশিদা। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুইজনের দীর্ঘক্ষণ আলাপ হয়।

এদিকে রিয়াদ ও টোকিও সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী। সৌদি থাকা জাপানের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার।