আকাশ, স্থল ও সাগর পথে হামলার প্রস্তুতি ইসরায়েলের

অবরুদ্ধ গাজায় হামলা সম্প্রসারণের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আকাশ, সাগর ও স্থল পথে হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে বিবৃতিতে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) শনিবার জানিয়েছে, প্রস্তুতির মাত্রা বাড়াতে এবং বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির জন্য ইসরায়েলজুড়ে বিভিন্ন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

গত শনিবার ইসরায়েলে হামাসের হামলার জেরে গাজায় উপত্যাকায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অস্তিত্ব মুছে ফেলতে গাজায় সর্বাত্মক স্থল অভিযানের ঘোষণা দিয়েছিল নেতানিয়াহুর সরকার। গত ৮ দিনের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যাকা। জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়ায় মানবিক সংকট চূড়ান্ত পর্যায়ে। বিমান হামলায় প্রায় ২ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

প্রাণ বাঁচাতে কোথাও নিরাপত্তা পাচ্ছে না সাধারণ মানুষ। এর মধ্যেই নতুন করে স্থল, সাগর ও আকাশপথে অভিযান শুরু হতে যাচ্ছে। এ ধরনের অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ।

আরও পড়ুন: