গাজায় কোনও যুদ্ধবিরতি হয়নি: ইসরায়েল

মানবিক সহায়তার জন্য মিসর-গাজার সীমান্ত সাময়িক সময়ের জন্য খুলে দেওয়া হচ্ছে। ফলে দক্ষিণ গাজায় যুদ্ধবিরতির গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র  জানিয়েছেন, গাজার দক্ষিণে যুদ্ধবিরতি সম্পর্কে তিনি অবগত নন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এই মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি সম্পর্কে আমি কিছু জানি না। তবে এ বিষয়ে কিছু খবর দেখেছি। নিশ্চিত করার মতো কিছু নেই।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকেও যুদ্ধবিরতির খবরটি প্রত্যাখ্যান করা হয়েছে।

গাজার উত্তরে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়ে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের দক্ষিণে চলে যেতে বলা হয়েছে। এ অবস্থায় তাদের ত্রাণ সহায়তার জন্য রাফাহ-গাজা সীমান্ত খুলে দেওয়া হচ্ছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এ বিষয়ে করণীয় নিয়ে রবিবার মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তেহ আল সিসির সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এরপরই তিনি মানবিক সহায়তার জন্য রাফাহ সীমান্ত আপাতত খোলার সিদ্ধান্তের বিষয়টি জানান। সূত্র: বিবিসি