ইউক্রেনের বর্তমান রাষ্ট্রদূতকে প্রতিস্থাপনের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনার গুজব শোনা যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সোমবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির ফোনালাপে ওয়াশিংটনের নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রতিস্থাপনের বিষয়টি উঠে আসে। নতুন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শিমিহাল, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এবং জ্বালানিমন্ত্রী জেরমান গালুশেঙ্কো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে প্রতিবেদনে দাবি করা হয়, নতুন নিয়োগের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার জন্য ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন জেলেনস্কি।
বর্তমানে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে মার্কিন মুলুকে দায়িত্ব পালন করছেন ওকসানা মারকারোভা। তাকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিয়োগ দেওয়া হয়।
অবশ্য ওই প্রতিবেদনের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের দিক থেকে কোনও মন্তব্য করা হয়নি। এছাড়া, মারকারোভাকে প্রত্যাহারের কোনও কারণের ইঙ্গিত ব্লুমবার্গের প্রতিবেদনে ছিল না।
এদিকে, শুক্রবার ট্রাম্পের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করছেন জেলেনস্কি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এবারই বোধহয় এত ভালো আলাপ হয়েছে।