গত ৭ অক্টোবর থেকে গাজার সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত ৩০২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক সেনা কর্মকর্তাও রয়েছেন।
তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি বুধবার জানিয়েছে, নতুন করে ৩ সেনা নিহতের পরিচয় প্রকাশের সময় এই সংখ্যা উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের সবার পরিচয় এখনও প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন।
গত ১১ দিন ধরে ইসরায়েলি বাহিনী ও হামাসের চলা সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় অন্তত ১৪০০ ইসরায়েলি নিহত হন। আল জাজিরার সবশেষ প্রতিবেদনে জানা গেছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়ে ১০ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি।
উপত্যকায় ইসরায়েলের বোমা বর্ষণ চলতে থাকায় ঘণ্টায় ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাহিনীটির আগ্রাসন বন্ধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক, জর্ডান, ইরানসহ আরও কয়েকটি দেশ।