ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি মার্কিন যুদ্ধজাহাজের

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার লোহিত সাগরে অভিযানে ছিল মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্নে।

পেন্টাগন জানিয়েছে, সম্প্রতি ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর একাধিকবার হামলা হয়েছে।

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলা অব্যাহত থাকায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন।

পেন্টাগনের ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইয়েমেন থেকে ছোড়া তিনটি অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বেশ  কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না এগুলোর লক্ষ্যবস্তু কী ছিল। কিন্তু এগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। লোহিত সাগরের উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধজাহাজটি লক্ষ্যবস্তু ছিল না।

রাইডার বলেছেন, এই ঘটনার প্রকৃতি এখনও পর্যালোচনা করা হচ্ছে।

পেন্টাগন জানিয়েছে, ইরাকে মার্কিন সেনা মোতায়েন থাকা কয়েকটি ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা হয়েছে। একটি হামলায় অল্প কয়েকজন সেনা আহত হয়েছেন।

এর আগে বুধবার সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থানে একটি ড্রোন হামলা হয়েছিল।