‘আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’

ফিলিস্তিনের স্বাধীনতকামী গোষ্ঠী হামাস বিনা কারণেই ইসরায়েলে হামলা চালায়নি –এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস। ইতোমধ্যে তার পদত্যাগ দাবি জানিয়েছে তেল আবিব। তবে, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন গুতেরেস।

ইসরায়েল-হামাসের সংঘাত বন্ধে করণীয় নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্বদ্বার বৈঠকে বসেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। বৈঠকে গুতেরেসে বলেন, ‘এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে, কোনও কারণ ছাড়াই ইসরায়েলে হামলা করেনি হামাস। ফিলিস্তিনি জনগণ ৫৬ বছর ধরে দখলদারিত্বের মধ্যে শ্বাসরুদ্ধকর অবস্থায় বসবাস করে আসছেন।’

তার এই বক্তব্যের কিছুক্ষণ পরই ক্ষোভ জানিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন ইসরায়েলি দূত গিলাদ এরডান। গুতেরেসের পদত্যাগের দাবি তুলেছেন তিনি।

এ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সম্পর্কে তিক্ততায় পৌঁছেছে ইসরায়েলের। বিষয়টি পরিষ্কার করতে বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি খুবই অবাক হয়েছি যে নিরাপত্তা পরিষদের আমরা বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আমি যেন হামাসের হামলাকে সমর্থন জানিয়েছি। এটি মিথ্যা। এটি ছিল বিপরীত।

তিনি বলেন, ইসরায়েলে হামাসের হামলায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বেসামরিক নাগরিকদের ওপর রকেট হামলা, হত্যাকে কোনভাবেই সমর্থন করা যায় না।

এর আগে নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিব বলেছিলেন, ফিলিস্তিনিদের দুর্ভোগ ইসরায়েলে হামাসের হামলার ন্যায্যতা দেয় না। একইভাবে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের সমষ্টিগত শাস্তি দেওয়াকেও যৌক্তিকতা দেয় না হামাসের হামলা।  সূত্র: বিবিসি